পাকিস্তানি বিদেশমন্ত্রী আসিফের পরমাণু ধমকিভরা টুইট লাইক করলেন কংগ্রেস নেতা, আর তারপর যা হল...

কংগ্রেস নেতা শশী ঠাকুর পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্ৰীর ভারতে পরমাণু বিস্ফোরণের টুইট পোস্ট লাইক করেন।যার পর থেকে দেশ জুড়ে উনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে।পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী খোয়াজ আসিফ ভারতের সেনা প্রধানকে অপমান করে ভারতের বিরুদ্ধে টুইট করেন।এই টুইট করার সাথে সাথে প্রতিবাদের ঝড় তুলে ভারতীয়রা।কিন্তু আপনাদের লজ্জার সাথে জানাচ্ছি কংগ্রেস নেতা শশী ঠাকুর একজন ভারতীয় হয়েও সেই টুইট লাইক করেন।
বিজেপির অমিত মালবিয়া শশী ঠাকুরের সেই লাইক করা পোস্টটি শেয়ার করে শশী ঠাকুরের সাথে সাথে কংগ্রেসেরও সমালোচনা করে বলেন এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে একজন ভারতীয় সেনাপ্রধানকে অপমান করা হচ্ছে এবং সেই পোস্ট কংগ্রেসের একজন লাইক করেছেন।যদিও শশী ঠাকুর এই বিষয়ে বলেন, লাইক করা মানেই সমর্থন করা নয়।বিজেপি বিষয়টিকে ঘুরিয়ে দেখাতে চাইছে।

Source

Comments

Popular posts from this blog

করোনাভাইরাস (coronavirus) আতঙ্কে পিছোতে পারে পুরভোট, বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত

পাকিস্তানি বিদেশমন্ত্রী আসিফের পরমাণু ধমকিভরা টুইট লাইক করলেন কংগ্রেস নেতা, আর তারপর যা হল...

Breaking india news